মন খারাপের শহর

মন খারাপঅলংকরণ: আরাফাত করিম

রাস্তা দিয়ে হাঁটছে ছোটন। তার বাবা নতুন বদলি হয়ে এসেছেন এখানে। তাই নতুন জায়গাটা দেখতে বেরিয়েছে সে। কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল তার। এর আগে তারা যেখানে ছিল, সেটা ছিল মোটামুটি গ্রামাঞ্চল-গাছপালা ছিল, খেলার সবুজ মাঠ ছিল, আর মানুষেরাও ছিল বন্ধুসুলভ। আর এখানে এসেও কারও সঙ্গে কথা বলার সুযোগই পায়নি সে। সবাই স্মার্টফোন নিয়ে ব্যস্ত। কেউ রাস্তার পাশে বসে ভিডিও গেম খেলছে, কেউ আবার হাঁটতে হাঁটতে ফেসবুক চালাচ্ছে, টিকটক দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ছে একে অন্যের গায়ে। ছোটন দেখল, তার বয়সী একটা ছেলে মুঠোফোন দেখে হাঁটতে হাঁটতে প্রায় রাস্তার পাশের ড্রেনে পড়েই যাচ্ছিল, আরেকজন তো রাস্তার পাশে বসে থাকা এক ভিক্ষুককে মাড়িয়েই চলে যাচ্ছিল!...এসব দেখে মন খারাপ করে ছোটন বাসায় চলে এল। এখন সে তার পুরোনো বন্ধু ও তার বাবার পুরোনো বদলির জায়গাকে খুবই মিস করছে। তার ইচ্ছা করছে ফিরে যেতে সেই জায়গায়, যেখানে সবুজ ঘাসের মাঠে শিশুরা খেলে, গাছের পাখিদের জন্য বাসা বানায়, আর সব সময় হাসিখুশি সময় কাটায়...

লেখক: শিক্ষার্থী, আনন্দ নিকেতন মডেল স্কুল, খুলনা