লাল কালির দাগ

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমরা তখন কেজিতে পড়ি। সেদিন ছিল মঙ্গলবার, যেদিন মঙ্গল আমাদের ক্লাসে এসেছিল। তৃতীয় ক্লাসে আমাদের বানান পরীক্ষা নেন মিস। যথারীতি আমরা লেখা শেষে তাঁকে খাতা দেখানোর জন্য লাইনে দাঁড়ালাম। মঙ্গল দাঁড়াল সবার শেষে। আমরা সবাই পুরো নম্বর পেলাম, শুধু মঙ্গল ছাড়া। মিস ওর খাতা দেখে দিলেন যখন, তখন ওর খাতা লাল কালির দাগে ভরা। সে তখন খুশিতে আত্মহারা হয়ে বলল, ‘দেখ, আমি তোদের চেয়ে বেশি লাল কালির দাগ পেয়েছি, তোরা কি কেউ এত লাল কালির দাগ পেয়েছিস? দেখ, মিস আমাকে তোদের চেয়ে বেশি ভালোবাসে।’ ওর কথা শুনে হাসির রোল পড়ে গেল সারা ক্লাসে।

আরও পড়ুন