এবার ঈদ খুব ভালোভাবে কাটাতে চাই। ঈদের জন্য আপুর সঙ্গে প্ল্যানও করেছি। আমি চাই এবার ঈদে স্পেশাল কিছু করতে। যেমন বেলুন কিনে ঈদের দিনে খেলা, ঈদের দিনে স্পেশাল খাবার খাওয়া, মা-বাবাকে স্পেশাল কার্ড দেওয়া ইত্যাদি। ও হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা চাচাতো ভাইবোনেরা ঈদের দিনে পার্টি করি। তাই আমি চাই পার্টিটাও হোক সুন্দর আর স্পেশাল।
লেখক: শিক্ষার্থী, কেজি শ্রেণি, ইউনিক পাবলিক স্কুল, বগুড়া
আরও পড়ুন