ব্রেন গেম খেললে কি মাথা খোলে
প্লে স্টোরজুড়ে কত কত ব্রেন গেম। সেসবের বর্ণনায় আবার লেখা, এসব গেম আমাদের মানসিক বৃদ্ধিতে সহায়তা করে, যার পুরোটা সত্য নয়। মস্তিষ্ক প্রশিক্ষণ দেয়, এমন গেম স্নায়ুকোষের সংযোগ (সিনাপস) বাড়াতে ও শক্তিশালী করতে পারে। তবে এই গেমগুলো নিয়ে বিশেষজ্ঞদের মতামত ভালো-খারাপ দুই দিকেই আছে। কেউ মনে করেন, এটি যাদের মানসিক দক্ষতা ভালো, তাদের জন্য কার্যকর। আবার অন্যরা মনে করেন, অনেক ব্রেন ট্রেনিং ওয়েবসাইটের দাবি বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন।
অপর দিকে বিশেষজ্ঞরা একমত, মানসিক উদ্দীপনামূলক কার্যকলাপ মস্তিষ্কের ক্ষতি করে না, ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। তবে মস্তিষ্ক প্রশিক্ষক গেমগুলোর কার্যকারিতা কতটুকু, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এটি ক্ষতি করবে না, তবে এটি সহায়তা করবে, এমন গ্যারান্টিও দেওয়া যায় না।