প্রিয় স্কুল, তোমাকে ধন্যবাদ

অলংকরণ: সব্যসাচী চাকমা

২০২০ সালে খুব উৎকণ্ঠিত এবং আশা নিয়ে ভর্তি হই শাহীন স্কুল মৌলভীবাজার শাখায়। সেখানকার শাখা পরিচালক আমাকে নিয়ে যান আমার ক্লাসে। সেখানে যাওয়ার পর আমি বন্ধু হিসেবে পাই শাওনকে। যে এই পথচলায় আমার সঙ্গে শুরু থেকে শেষ অবধি ছিল। করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর ক্লাসে গেলেও তার সঙ্গে আমার বন্ধুত্ব অটুট থাকে। পরে বন্ধু হিসেবে পাই অনিম, শিহাব, হিমেল, তাহমিদ, নব্য, ওমর ও সাইফকে। আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি আর আমার বন্ধুরা লুকিয়ে ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়ে স্যারদের হাতে মার খেয়েছিলাম। আরও কত যে স্মৃতি আছে আমার এই স্কুলকে নিয়ে, লিখে শেষ করতে পারব না। তবে মন খারাপ আমার তখন থাকবে, যখন ২০২৫ সালে আর আমার নাম কল করা হবে না ক্লাসে। কিন্তু আমার বন্ধুরা ঠিকই থাকবে এই স্কুলে। তবে বিদায়বেলায় প্রিয় স্কুল তোমাকে জানাই সালাম।

অষ্টম শ্রেণি, যশোর

আরও পড়ুন