রান্নাঘরের বাতি জ্বালিয়ে রাখার কারণ

অলংকরণ: সব্যসাচী চাকমা

৯ ডিসেম্বর সারা দিনই ব্যস্ত ছিলাম। বাংলা পরীক্ষা! অনেক পড়া। পড়তে পড়তে সময় কেটে গেল। পরীক্ষা দিয়ে বাসায় এলাম। তারপর রাতে খাবার খেয়ে যখন ঘুমাতে যাব, তখনই মনে পড়ল যে সারা দিন একবারও কিআটা পড়া হয়নি। লাইট জ্বালিয়ে কিআ পড়তে বসলাম, ঘুমিয়ে পড়তে বলল আম্মু। আমি বললাম, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাব। আম্মু ঘুমিয়ে পড়লেন, কিআ পড়তে পড়তে বুঝতেও পারিনি কখন রাত ১২টা বেজে গেল। আমরা সাধারণত রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ল। যখন দেখলাম রাত ১২টা বাজে, তখন পড়ার টেবিলে কিআ রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে প্রচণ্ড গ্যাসের শব্দ আর গন্ধ পেলাম। প্রথমে ভয়ে আঁতকে উঠলেও পরে বুঝলাম, আম্মু হয়তো গ্যাস আছে কি না, তা দেখার জন্য চুলা জ্বালিয়েছিলেন। তাই বিছানা থেকে উঠলাম। নব ঘুরিয়ে বন্ধ করলাম গ্যাসের চুলা। আমরা সব সময় রান্নাঘরের বাল্বটি জ্বালিয়ে ঘুমাই। তারপর টয়লেটে গেলাম। টয়লেট থেকে বাইরে বেরিয়ে লাইট অফ করতেই হঠাৎ পেছন থেকে শব্দ এল। টিকটিকি ডাকার শব্দ! কিন্তু পেছনে ফিরে আঁতকে উঠলাম ভয়ে। আতঙ্কে জমে গেলাম! তারপর দেখি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই ভয় পেয়েছি। আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মুও ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরও মনের ভেতরে অনেক ভয় যে আমার প্রতিবিম্ব দেখলাম নাকি অন্য কেউ?

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন