কিশোর, মুসা ও রবিনের গল্প

তিন গোয়েন্দা

লেখক: রকিব হাসান ও শামসুদ্দীন নওয়াব

তর্কাতীতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ। কিশোর পাশা, মুসা আমান ও রবিন মিলফোর্ড নামে আমেরিকায় বসবাসরত তিন কিশোরকে নিয়ে কাহিনি, এ দেশে কয়েকটি প্রজন্মের স্বপ্নের নায়ক এরা। আমেরিকার দ্য থ্রি ইনভেস্টিগেটর্স-এর ছায়া অবলম্বনে শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে নিজস্ব একটি ধারা তৈরি করে নিয়েছে, সিরিজে স্থান পেয়েছে গোয়েন্দাগিরির পাশাপাশি অ্যাডভেঞ্চার, হরর—এমনকি ফ্যান্টাসি ধারার কাহিনি। ১৯৮৫ সালে প্রকাশিত হয়েছিল রকিব হাসানের লেখা প্রথম বই তিন গোয়েন্দা, প্রায় দেড় শ বই লিখে তিনি সাময়িক বিরতি নেন। তারপর শামসুদ্দীন নওয়াব ছদ্মনামে বিভিন্ন লেখককে দেওয়া হয় সিরিজটি চালিয়ে নেওয়ার দায়িত্ব, যা এখনো চলছে। রকিব হাসানও একপর্যায়ে আবার ফিরে আসেন লেখায়, গোয়েন্দা কিশোর-মুসা-রবিন নামে বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশ করতে থাকেন নতুন বই। এখন পর্যন্ত তিন শতাধিক বই বেরিয়ে গেছে এই সিরিজে। উল্লেখযোগ্য বই কাকাতুয়া রহস্য, ঘড়ির গোলমাল, জলদস্যুর দ্বীপ ইত্যাদি।

আরও পড়ুন