বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি

লাইব্রেরি অব কংগ্রেসছবি: ব্রিটানিকা

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লাইব্রেরি অব কংগ্রেস বিশ্বের বৃহত্তম লাইব্রেরি। এটি ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রেসিডেন্ট জন অ্যাডামস ৫ হাজার ডলার দিয়েছিলেন কংগ্রেসের ব্যবহারের জন্য প্রয়োজনীয় বই কিনতে। তবে ১৮১৪ সালে ক্যাপিটল ভবনে আগুন লাগার ফলে লাইব্রেরিটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই লাইব্রেরিতে ছিল তিন হাজার ভলিউমের সংগ্রহ। ১৮১৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস থমাস জেফারসনের ব্যক্তিগত লাইব্রেরি কিনে নেওয়ার অনুমতি দেয়। জেফারসনের ছিল ৬ হাজার ৪৮৭টি বই। বর্তমানে লাইব্রেরিটি তিনটি ভবন নিয়ে গঠিত। ভূগর্ভস্থ পথ দিয়ে ভবনগুলো সংযুক্ত। তিনটি ভবনের নাম থমাস জেফারসন বিল্ডিং, জন অ্যাডামস বিল্ডিং এবং জেমস ম্যাডিসন মেমোরিয়াল বিল্ডিং। লাইব্রেরিতে ৩ কোটি ৮০ লাখের বেশি বই আছে। বইয়ের তাকগুলোর মোট দৈর্ঘ্য ৭৪৫ মাইল। এই লাইব্রেরিতে প্রতিদিন প্রায় ১০ হাজার নতুন কপি সংগ্রহে যুক্ত হয়। এখানে ৪৭০টি ভিন্ন ভাষায় বই পাওয়া যায়।

আরও পড়ুন