সুপারম্যান ক্রিক অ্যালেনের জন্মদিন

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৮ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

সুপারম্যান—নাম দিয়েই চেনা যায় যাকে। ডিসি কমিকসের জগদ্বিখ্যাত সেই সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন অনেক অভিনেতাই। তবে প্রথম যাঁকে দিয়ে চলচ্চিত্রের সুপারম্যানের পথচলা শুরু, তিনি হলেন ক্রিক অ্যালেন। তিনিই ছিলেন প্রথম অভিনেতা, যিনি এই চরিত্রকে ধারণ করে দর্শকের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিয়েছিলেন কয়েক গুণে। আজ সেই গুণী অভিনেতার জন্মদিন।

১৯১০ সালের ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জন্মগ্রহণ করেন এই মার্কিন অভিনেতা। ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয় তাঁর সুপারম্যান চরিত্রে অভিনীত প্রথম চলচ্চিত্র  ‘সুপারম্যান’। এরপরই আসে এর সিকুয়েল ‘অ্যাটম ম্যান ভার্সেস সুপারম্যান’, ১৯৫০ সালে। এতেও তিনি ছিলেন সুপারম্যানের চরিত্রে। তাঁকে এই চরিত্রে নিয়োগ দেওয়ার কারণ নাকি ছিল তাঁর চেহারা ও অঙ্গভঙ্গির সঙ্গে মিল ছিল কমিক বইয়ের সেই সুপারম্যান চরিত্রের। সেই সঙ্গে নাচে বেশ পারদর্শী ছিলেন অ্যালেন। ফলে নাচের প্রশিক্ষণের জন্য শেখা কৌশল তাঁকে ক্যামেরার সামনে জানালা থেকে ঝাঁপিয়ে পড়া দৃশ্যে বেশ সাহায্য করেছিল। এভাবেই শুরু হয় সুপারম্যান নিয়ে ক্রিক অ্যালেনের পথচলা।

আজকের দিনেই নাকি আবিষ্কৃত হয়েছিল মাইক্রোওয়েভ ওভেন। ১৯৪৫ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের পদার্থবিদ পার্সি এল স্পেনসার তাঁর আবিষ্কৃত এই যন্ত্রের জন্য পেটেন্ট চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

আরও পড়ুন