শুক্র গ্রহের বাতাস কেন খুব বিষাক্ত

শুক্র গ্রহছবি: সংগৃহীত

শুক্র

সূর্য থেকে দূরত্বের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। বুধের পরই এর অবস্থান। গ্রহটি প্রচণ্ড গরম। এমনকি বুধের চেয়েও বেশি গরম। বায়ুমণ্ডলও খুবই বিষাক্ত। শুক্রের পৃষ্ঠটান এতটাই শক্তিশালী যে তোমাকে মেরে ফেলার জন্য ওই চাপই যথেষ্ট। বিজ্ঞানীরা শুক্রের এ অবস্থাকে পলাতক বা চলমান গ্রিনহাউসের প্রভাব হিসেবে বর্ণনা করেছেন। এর আকার ও গঠন পৃথিবীর মতোই। শুক্রের পুরুত্ব ও বিষাক্ত বায়ুমণ্ডল তাপ আটকে রাখে। ফলে গ্রহটি পরিণত হয়েছে নরকে। গ্রহটির কোনো উপগ্রহ নেই।

পরিসংখ্যান

আবিষ্কার: প্রাচীন জ্যোতির্বিদেরা আবিষ্কার করেছেন এবং গ্রহটি খালি চোখে দেখা যায়।

নামকরণ: রোমান পুরাণের প্রেম ও সৌন্দর্যের দেবীর নামানুসারে।

ব্যাস: ১২ হাজার ১০৪ কিলোমিটার (৭ হাজার ৫২১ মাইল)।

বছর: পৃথিবীর ২২৫ দিনের সমান।

দিনের দৈর্ঘ্য: পৃথিবীর ২৪১ দিনের সমান।