রক্তচোষা ড্রাকুলা

১. বরাবরের মতো প্রথমে একটি বর্গাকার কাগজ নাও। তির চিহ্ন বরাবর কাগজটি কোনাকুনি ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২. ওপরের ডটলাইন করা ত্রিভুজাকার অংশটি নিচের দিকে ভাঁজ করো।
আরও পড়ুন
৩. দুই পাশের ডটলাইন করা অংশ দুটি তির চিহ্ন বরাবর মাঝখানের দিকে ভাঁজ করো।
৪. পুরো কাগজ এবার ঘুরিয়ে নাও।
আরও পড়ুন
৫. ৩ নম্বর ধাপের অনুরূপ।
৬. এবার নিচের ডটলাইন করা ত্রিভুজাকার অংশটি ওপরের দিকে ভাঁজ করো।
৭. দুই পাশের ডটলাইন করা অংশ দুটি তির চিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৮. এখানে মাঝখানে দুটি ডটলাইন করা ত্রিভুজাকার অংশ ও ওপরে দুটি ডটলাইন আছে। ত্রিভুজাকার অংশ দুটি ওপরের ডটলাইন বরাবর বাইরের দিকে এমনভাবে ভাঁজ করো, যাতে ৯ নম্বর চিত্রের মতো পাও।
আরও পড়ুন
৯. নিচের ডটলাইন করা ত্রিভুজাকার অংশ দুটি তির চিহ্ন বরাবর ওপরের দিকে ভাঁজ করো।
১০. পুরো কাগজ আবারও ঘুরিয়ে নাও।
১১. এবার ভ্রু কুঁচকে রাখা চোখ, লম্বাটে নাক আর দাঁত বের করে রাখা মুখটি এঁকে নাও। ব্যস, পেয়ে গেলে রক্তচোষা ড্রাকুলার দেখা! হরর মুভি দেখে পিলে চমকানো ভয় পেলেও তোমার হাতে বানানো ড্রাকুলায় নিশ্চয়ই তা থাকার কথা নয়। কাগজে বানানো কি না, রক্ত খাবে কী, স্রেফ পানি খেতে গেলেও ভিজে নাই হয়ে যাবে।

আরও পড়ুন