ছেলেটি তার মায়ের সঙ্গে মেলায় গিয়েছিল আজ। সে দেখল, সুতায় বেঁধে বেলুন বিক্রি করছেন একজন ফেরিওয়ালা। মায়ের কাছে অনেক বায়না ধরল ছেলেটা। কিন্তু বেলুন কিনে দিল না মা। মন খারাপ করে বাড়ি ফিরতে হলো ছেলেটাকে। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল নিজের ছোট্ট বিছানায়। হঠাৎ ঘুম ভাঙতেই জানালা দিয়ে ছেলেটি দেখল, একটি লাল টুকটুকে বেলুন উড়ে আসছে তার দিকে।
ওরহান ছিদ্দীক
অষ্টম শ্রেণি, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ