বিল গেটস কি বই পড়েন?

কিশোর আলো ফেব্রুয়ারি ২০২৫ সংখ্যার প্রচ্ছদপ্রচ্ছদ: এস এম রাকিব

বিল গেটস অনেক বড়লোক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, আবার তাঁর সম্পদের অনেক অংশ মানবসেবায় দান করে দিয়েছেন।

বিল গেটস বলেন, তিনি যখন চতুর্থ গ্রেডে পড়েন, তাঁর হাতের লেখা ছিল খুব খারাপ। তাঁর ডেস্ক ছিল এলোমেলো। তিনি বেশ পিছিয়ে পড়া ধরনের ছাত্র ছিলেন। তারপর তাঁর সঙ্গে দেখা হলো মিসেস ক্যাফিয়ারের।

মিসেস ক্যাফিয়ার ছিলেন তাঁর স্কুলের লাইব্রেরিয়ান। তিনি এই ছোট্ট ছেলেকে পড়তে দিলেন সেই সব বই, যা তাঁর নিজের ভালো লাগত। এই বইগুলো নিয়ে দুজনে আলোচনা করতেন।

বিল গেটস মনে করেন, মিসেস ক্যাফিয়ার তাঁর জীবন বদলে দিয়েছেন। বিল গেটস বলেন, আমি বাড়িতে, গাড়িতে, উড়োজাহাজে, অফিসে—যেখানেই থাকি, আমার সঙ্গে থাকে গাদা গাদা বই।

তোমরা কি জানো, সবচেয়ে সুন্দর মানুষ কে? সবচেয়ে সুন্দর মানুষ সে-ই, যার সঙ্গে থাকে বই।

ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়। নতুন নতুন অনেক বই বের হয়। আবার পুরোনো ভালো বইগুলোও কিনতে পাওয়া যায়। আমাদের সবার বাড়িতে কবি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা বা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থাকা উচিত। আরও কত বই আছে, যা আমাদের কেনা উচিত, পড়া উচিত।

আমাদের সময় কেড়ে নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। অনলাইনে থাকার সময় কমিয়ে দিয়ে আমাদের উচিত কাগজের বই হাতে নিয়ে পড়া।

তুমি রোজ খানিকক্ষণ বই হাতে নিয়ে পড়ো? পাঠ্যবই নয় শুধু, বাইরের বই? বাইরের বই না পড়লে তুমি বড় মানুষ, ভালো মানুষ হতে পারবে না।

আমাদের অনেক ভালো মানুষ দরকার।

আরও পড়ুন