কিছুদিন আগে রাতে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ফুটবল ম্যাচ চলছিল।
আমি বার্সার সমর্থক, তবে আমার এক বন্ধু মাদ্রিদের সমর্থক। আমার বন্ধু খেলা শুরুর আগে ‘হালা মাদ্রিদ’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিল। আমরা তর্কাতর্কিও করলাম।
তবে সে রাতের খেলায় বার্সেলোনা জিতে গেল। অনেক দিন পর মাদ্রিদের বিপক্ষে জিতল তারা। সঙ্গে সঙ্গে আমি বন্ধুকে মেসেজ দিতে গেলাম। গিয়ে দেখি, মাত্রই ও তার আগের স্ট্যাটাস ডিলিট করে ‘ভিসকা বারসা’ লিখে নতুন স্ট্যাটাস দিয়েছে।
আমি মেসেজ দিলাম ‘কী? সুবিধাবাদী, দলবদল করে ফেললি কেন?’
ও বলল ‘আরে...! দলবদল কিসের? আমি তো মনে মনে সারাক্ষণ বার্সেলোনার সাপোর্টারই ছিলাম।’
লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা