গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে সাংস্কৃতিক উৎসব

সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে তুলতে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রথমবারের মতো আয়োজন করেছে ‘প্রথম ল্যাবরেটরিয়ান্স সাংস্কৃতিক উৎসব’। ১৪-১৬ নভেম্বর এই উৎসব হবে স্কুল প্রাঙ্গনে।

এই উৎসবে থাকছে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি, একক ও দলগত নাটক ও কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। কিছু আয়োজনে রয়েছে রেজিস্ট্রন ফি। থাকছে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শনীর জন্য পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। যার বিষয় ‘তোমার চোখে জুলাই বিপ্লব’। থাকছে তাৎক্ষণিক গল্প লিখন, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রতিযোগিতা।

এই উৎসবে জুলাই বিপ্লব ও পরবর্তী বাংলাদেশ নিয়ে মুক্ত আলোচনা থাকছে। আলোচনা করবেন হাসনাত আব্দুল্লাহ, সাইয়েদ আব্দুল্লহ, মোঃ মাহিন, ব্যারিস্টার অনীক আর হক, মাবরুর রশীদ বান্নাহ এবং ওমর হাসিব শফিউল্লাহ। আয়োজনের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো। বিস্তারিত জানা যাবে এখানে

আরও পড়ুন