গ্রেট ফায়ার অব লন্ডন

শিল্পীর চোখে গ্রেট ফায়ার অব লন্ডন
জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আগুনের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আগুন যে কখনো কখনো হিংস্র দানব হয়ে ওঠে, এমন বহু উদাহরণ আছে ইতিহাসে। এমনই এক ঘটনা ছিল ‘গ্রেট ফায়ার অব লন্ডন’।

১৬৬৬ সাল। রবিবার। সেদিন লন্ডন শহরের অর্ধেকের বেশি অংশ আগুনে পুড়ে গিয়েছিল। লন্ডভন্ড করে দিয়েছিল গোটা শহরকে। আজকের দিনেই ঘটে এই ঘটনা। লন্ডন ব্রিজের কাছে পুডিং লেনে থমাস ফ্যারিনার নামের এক ভদ্রলোক একটি বেকারি চালাতেন। মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। সেই আগুন স্থায়ী হয় গোটা চার দিন। ৬ সেপ্টেম্বর গিয়ে থামে সেই আগুন।

এই এক অগ্নিকাণ্ডের ঘটনাই কেড়ে নিয়েছিল প্রায় ১৩ হাজার ২০০ বাড়িঘর। যেগুলো ছিল নিতান্তই সাধারণ মানুষের। ফলে ঘরহারা হয় এক লাখেরও বেশি মানুষ। এর পাশাপাশি ধ্বংস হয় ৮৭টির মতো গির্জা। সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়ে যায়। মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানা যায় পরে। ধারণা করা হয়, এই অগ্নিকাণ্ডের পরে লন্ডনের মাত্র পাঁচ ভাগের এক ভাগ অংশ অক্ষত অবস্থায় ছিল।

আরও পড়ুন

ভিয়েতনামের স্বাধীনতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বেশ কিছু দেশ স্বাধীনতা লাভ করে। এর মধ্যে ভিয়েতনাম অন্যতম। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে। এর আগে বহুদিন এটি ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের অধীন ছিল।

বীরবলের মৃত্যু

প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬), প্রতিকৃতি: মাসুক হেলাল

সাহিত্য অঙ্গনে তিনি ছিলেন ‘বীরবল’ নামে পরিচিত। বাংলা সাহিত্যের বহু রচনা তিনি এই ছদ্মনাম দিয়েই প্রকাশ করেছিলেন। পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বলছিলাম ‘বই পড়া’ প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরীর কথা। ১৯৪৬ সালের আজকের এই দিনে পরলোক গমন করেন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র।

আরও পড়ুন

আরও পড়ুন