আমি একদিন স্কুলের ওয়াশরুমে গেলাম। গিয়ে যখনই বের হতে যাব, তখনই দেখি দরজা খোলে না! হায় হায়! আমি তখন জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম। জোরে জোরে চিল্লাতে লাগলাম ও কান্না শুরু করে দিলাম। স্কুলের একটা ছেলে দরজার সামনে দিয়ে যাচ্ছিল। আমার চিৎকার শুনে আয়াকে (খালা) বলল। পরে আয়া বললেন, ‘অ্যাই, দরজা খোলার চেষ্টা করো।’ আমি চেষ্টা করলাম, আর কী আশ্চর্য, ঠিকই দরজা খুলে গেল। আমি অবাক হয়ে গেলাম।
লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও