আমার অ্যানিমে দেখা

অলংকরণ: সব্যসাচী চাকমা

অর্ধবার্ষিক পরীক্ষার ছুটিতে নানুর বাসায় গেলাম। একদিন দুপুরে বসে বসে ‘সোলো লেভেলিং’ অ্যানিমেটা দেখছিলাম। হঠাৎ গলা খাঁকারির শব্দ শুনে পেছনে ফিরে দেখি ছোট খালা দাঁড়িয়ে (ছোট খালা আমার চেয়ে দুই বছরের বড়)। ভ্রু কুঁচকে খালা বলল, ‘এই, বয়স কত?’

অবাক হয়ে উত্তর দিলাম, ‘কেন, ১৬!’

‘এই বয়সে কার্টুন দেখিস, লজ্জা নাই?’এই বলে খালা মুখ ঝামটা দিয়ে চলে গেল।

এর পর থেকে খালা যেন আমার নামই ভুলে গেছে। দেখলেই বলা শুরু করে, ‘কিরে পিচ্চি, যা গিয়ে কার্টুন দেখ।’

বাসায় চলে আসার দিন রাগ করে বললাম, ‘খালা, তুমি আমাকে পিচ্চি পিচ্চি বলবা না তো। ভাল্লাগে না।’

‘তাহলে কার্টুন দেখা বাদ দে।’ খালা শর্ত দিল। আমিও বুদ্ধিমানের মতো শর্তটা মেনে নিলাম। শর্ত মোতাবেক আমি আর অ্যানিমে দেখি না, দর্শন করি।

লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা

আরও পড়ুন