দুই বছর লুকিয়ে থাকার পর নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে আনা ফ্রাঙ্ক

আনা ফ্রাঙ্ক
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৪ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

পুরো নাম আনেলিস মারি আনা ফ্রাঙ্ক। ১৯২৯ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করে এই কিশোরী। জন্ম সেখানে হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে নেদারল্যান্ডসের আমস্টারডামে। এক ডায়েরির কারণে আজ পুরো বিশ্ব চেনে তাকে। সেই ডায়েরি ১৩তম জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল আনা। যেখানে ১২ জুন ১৯৪২ থেকে ১ আগস্ট ১৯৪৪ সাল পর্যন্ত সময়ের ঘটনাগুলো টুকে রেখেছিল সে। এর পুরোটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার নানা বর্ণনা। সেই ডায়েরি পড়ে গা শিউরে উঠেছিল গোটা বিশ্ববাসীর।

নাৎসি বাহিনীর ভয়ে পরিবারের সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে সপরিবার লুকিয়ে ছিল আনা ফ্রাঙ্ক। তবে ১৯৪৪ সালের আজকের এই দিনে নেদারল্যান্ডসের আমস্টারডামে নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে তারা। পরের বছর ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে মারাত্মক জ্বর কেড়ে নেয় তার প্রাণ।

এ ছাড়া আজ ভারতীয় অভিনেতা কিশোর কুমারের জন্মদিন। ১৯২৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। অভিনেতার পাশপাশি তিনি ছিলেন একজন গায়ক। বাংলা-হিন্দি সব মিলিয়ে গেয়েছেন হাজার দুয়েক গান। ১৯৮৭ সালে তিনি মারা যান। তবে আজ পর্যন্ত জনপ্রিয়তা কমেনি তাঁর। মানুষ আজও তাঁকে স্মরণ করেন শ্রদ্ধাভরে।

আরও পড়ুন