চিরগৌরবময় বিজয় দিবস

মহান বিজয় দিবস উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে মহল্লার একটি দেয়ালে আঁকা হয়েছে জাতীয় পতাকা। বিকেলে সেখানে খেলায় মেতেছে একদল শিশু–কিশোর। গেন্ডারিয়া এলাকা, ১৫ ডিসেম্বরছবি: দীপু মালাকার
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ১৬ ডিসেম্বর 

আজ লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

এ ছাড়া ১৯৩৯ সালে বাংলাদেশ ছিল ব্রিটিশ ভারতের অংশ। সেই বছরের আজকের এই দিনে ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে্র বলা চলে সেটি ছিল শুরুর অধ্যায়। ঢাকায় বেতার কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে তখন এই অঞ্চলের জনগণের কাছে তথ্য, শিক্ষা ও বিনোদন পৌঁছানোর এক সহজ এবং নতুন মাধ্যম সৃষ্টি হয়।

ব্রিটিশ সরকারের অধীনে ১৯৩০-এর দশকে ভারতবর্ষে রেডিও সম্প্রচারের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। কলকাতা ও মুম্বাইয়ে বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পর, পূর্ববঙ্গের সাংস্কৃতিক রাজধানী ঢাকা এই তালিকায় যুক্ত হয়। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় প্রথম বেতার কেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই কেন্দ্রটি প্রথমে ছোট পরিসরে সম্প্রচার কার্যক্রম শুরু করলেও, পরে এটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

জাপানের মাউন্ট ফুজি। ১৭০৭ সালের আজকের দিনে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে  মাউন্ট ফুজি আগ্নেয়গিরিতে। 

আরও পড়ুন