যা জানো: সাদা মানেই সুস্থ দাঁত
ঘটনা আসলে যা: ঝকঝকে সাদা মানেই সুস্থ দাঁত। অন্তত টুথপেস্টের বিজ্ঞাপন তো আমাদের তা–ই বলে। হ্যাঁ, ঝকঝকে সাদা হাসি সুন্দর, তবে সুস্থতার বিষয়ে সত্যিটা কিন্তু একটু ভিন্ন। ঝকঝকে সাদা নয়; বরং হালকা হলুদ রংটাই আমাদের দাঁতের আসল রং। কারও কারও কাছে এই হালকা হলুদ দাঁতকে সমস্যা মনে হতে পারে, যেখানে পুরো বিষয়টি খুবই স্বাভাবিক। বরং এই স্বাভাবিক দাঁতকে ব্লিচিং বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক দিয়ে ঘষে সাদা বানানোকে অস্বাস্থ্যকর বলা যায়।
আরও পড়ুন