ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহের দিন

শিল্পীর তুলিতে সাঁওতাল বিদ্রোহছবি: সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

স্বাধীনতার জন্য ভারতীয় উপমহাদেশের মানুষের সংগ্রাম করতে হয়েছে দীর্ঘদিন। নিজেদের ন্যায্য অধিকার আদায়ে বহুবার মুক্তির জন্য লড়াই করতে হয়েছে। পলাশীর যুদ্ধ নিয়ে আমরা এই সিরিজে লিখেছি। আজ বলব এমনই আরেক সংগ্রামের গল্প-সাঁওতাল বিদ্রোহ।

সাঁওতাল বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনবিরোধী প্রথম সশস্ত্র গণসংগ্রাম। এই সংগ্রামের নায়ক ছিল দুই ভাই সিধু মুরমু ও কানু মুরমু। সাঁওতালদের নিপীড়নকারী জমিদার, মহাজন, সুদখোর, লাঠিয়াল বাহিনী, পুলিশ-দারোগাদের অত্যাচার রুখে দাঁড়াতে সিধু ও কানু দুই ভাইয়ের নেতৃত্বে ১৮৮৫ সালের আজকের এই দিনে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

আজ দুই বিখ্যাত সাহিত্যিকের জন্মদিন। একজন হলেন ভিনদেশি হোসে এমিলিও পাচেকো। তিনি ছিলেন মেক্সিকোর তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি। কবিতা লেখার পাশাপাশি তিনি ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক, প্রাবন্ধিক আরও কত কী। আরেকজন হলেন আমাদের দেশের বিশেষ গুণীজন আহমেদ ছফা। ১৯৪৩ সালের আজকের এই দিনে গাছবাড়িয়াতে জন্মগ্রহণ করেন এই লেখক, চিন্তাবিদ।

আরও পড়ুন