বার্লিন প্রাচীরের পতন

স্নায়ুযুদ্ধের অবসান: ১৯৮৯ সালের নভেম্ব​ের বার্লিন প্রাচীরের পতন। ছবি: টাইম
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৩ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৬১ সালে সিদ্ধান্ত হয় যে বার্লিন শহরকে দুই ভাগ করা হবে। মাঝখানে বার্লিন প্রাচীর নামে একটি সীমানাপ্রাচীর তৈরি করা হয়। যার একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব জার্মানি। অন্যদিকে পশ্চিম জার্মানি। সে বছর বার্লিন প্রাচীরের নির্মাণকাজ শুরু হয়। এরপর ১৯৮৯ সাল অবধি অর্থাৎ দীর্ঘ ২৮ বছর একটি দেশকে দুই ভাগে ভাগ করে রাখে এই প্রাচীর। এই প্রাচীর স্নায়ুযুদ্ধের সময়ের ঐতিহাসিক নিদর্শন। ১৯৯০ সালের আজকের এই দিনে দুই ভাগে বিভক্ত জার্মানি আবার এক হয়। ভেঙে ফেলা হয় সেই ঐতিহাসিক প্রাচীর। এর পর থেকে দিনটি জার্মানদের ঐক্যের দিবস কিংবা ‘জার্মান ইউনিটি ডে’ হিসেবে পালিত হয়।