জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৭৬৬ সালের আজকের এই দিনে সুইডেনের পার্লামেন্টে পাস হয় এক যুগান্তকারী আইন। বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো এই আইনে বাক্স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়। ইতিহাসে এই আইনটি ‘ফ্রিডম অব দ্য প্রেস অ্যাক্ট’ নামে পরিচিত। এটি শুধু সংবাদপত্রের স্বাধীনতা নয়, বরং নাগরিকদের প্রকাশ্যে মতামত দেওয়ার অধিকার এবং সরকারি নথিপত্র পরিদর্শনের সুযোগও নিশ্চিত করে।
আইনটি তৈরি এবং পাসের পেছনে বেশ কিছু প্রভাবশালী দার্শনিক ও চিন্তাবিদদের ভূমিকা ছিল। বিশেষ করে আন্দ্রেস চিডেনিয়াসের অবদান ছিল বেশি। তিনি বিশ্বাস করতেন, মুক্ত আলোচনা এবং তথ্যের স্বাধীন প্রবাহ একটি সুষ্ঠু গণতান্ত্রিক সমাজের ভিত্তি।
এই আইনের মাধ্যমে প্রথমত সংবাদমাধ্যমের ওপর যে কোনো ধরনের সেন্সরশিপ বা সরকারি নিয়ন্ত্রণ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে জনগণকে সরকারি নথি পরিদর্শন এবং গবেষণার জন্য উন্মুক্ত করার অধিকার দেওয়া হয়। এটি ‘পাবলিক অ্যাকসেস টু অফিসিয়াল রেকর্ডস’ হিসেবে পরিচিত।
তবে আইনটিতে কিছু সীমাবদ্ধতাও ছিল। তবুও এটি বিশ্বজুড়ে বাক্স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। কেননা এই আইন অন্যান্য দেশকে একই ধরনের আইন পাসে উদ্বুদ্ধ করেছিল।
এছাড়াও ২০১৭ সালের আজকের দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে অদ্ভুত এক পার্টি। নভোচারীরা সেদিন মহাকাশে পিৎজা পার্টি করেন।