বরাবরের মতো শুরুতেই একটি বর্গাকার কাগজ নাও। কাগজটি লাল রঙের হলে ভালো হয়। এবার তির চিহ্ন বরাবর ভাঁজ করো।
পুনরায় ত্রিভুজাকার অংশটি তির চিহ্ন বরাবর ভাঁজ করো।
২ নম্বর ধাপের ভাঁজ করা অংশটি ডট লাইন বরাবর তুলে মেলে ধরো।
মেলে ধরা অংশটি এবার এমনভাবে চাপ দিয়ে মিশিয়ে দাও, যাতে ৫ নম্বর চিত্রের মতো হয়।
পুরো কাগজটি এবার ঘুরিয়ে নাও।
৩ ও ৪ নম্বর ধাপের মতো ভাঁজ করা অংশটি ডট লাইন বরাবর তুলে মেলে ধরো এবং চাপ দিয়ে মিশিয়ে দাও, যাতে ৭ নম্বর চিত্রের মতো হয়।
এবার ওপরের ছোট্ট ত্রিভুজাকার অংশ দুটি তির চিহ্ন বরাবর নিচের দিকে ভাঁজ করো।
এবার দুই পাশের লম্বাটে ত্রিভুজাকার অংশ দুটি তির চিহ্ন বরাবর ভেতরের দিকে ভাঁজ করো।
ওপরের ছোট্ট ত্রিভুজাকার অংশটি এবার নিচের দিকে ভাঁজ করো।
এবার বিন্দু বিন্দু বীজ এঁকে নাও। সব ফলের বীজ ফলের ভেতরে থাকলেও স্ট্রবেরির বীজ থাকে ফলের গায়ে, মানে বাইরে! অদ্ভুত না ব্যাপারটা?
ওপরের সাদা অংশটি চাইলে সবুজ রঙে রাঙিয়ে নাও। হয়ে যাবে পাতা। সামনে শীত আসছে। ছাদে বা বারান্দায় রোদ পড়ে, এমন জায়গায় তুমিও লাগাতে পারো টবে। নিতে পারো তোমার নিজের ফলানো টুকটুকে লাল স্ট্রবেরির স্বাদ।