কী ঘটেছিল মে-জুন মাসে

মে ৮, প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিলেন পুতিন

বছর শেষে সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন। মস্কো, রাশিয়া
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সী পুতিন। তবে এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বর্জন করেছে।

পুতিন ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। ইউক্রেনে দুই বছর আগে অভিযান শুরু করার পর নতুন করে আবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। পুতিন মার্চে কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পান। এ নির্বাচনে যুদ্ধবিরোধী দুই প্রার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী বলে পরিচিত অ্যালেক্সি নাভালনি নির্বাচনের আগেই একটি কারাগারে আকস্মিকভাবে মারা যান। পুতিনের অন্য সমালোচকেরা কেউ কারাগারে বা কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। শপথ নেওয়ার পর নাভালনির স্ত্রী নির্বাসনে থাকা ইউলিয়া নাভালনায়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াই করে যেতে বিরোধীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, রাশিয়ার নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়নি।

আরও পড়ুন

জুন ২৪, জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি

ক্যানবেরা বিমানবন্দরে অবতরণের পর দুই হাত উঁচু করে জুলিয়ান অ্যাসাঞ্জের উচ্ছ্বাস প্রকাশ। ক্যানবেরা, অস্ট্রেলিয়া, ২৬ জুন
ছবি: এএফপি

এপ্রিল ২০১০ সালে ‘উইকিলিকস’ নামে একটি প্রতিষ্ঠান ভয়ংকর এক ভিডিও ফাঁস করে দেয়। তাতে দেখা যায়, হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা নিরপরাধ ইরাকিদের গুলি করে হত্যা করছেন। ১৮ জন সাধারণ মানুষকে খুন হতে দেখা যায় সেই ভিডিওতে। তাঁরা কেউই সামরিক বাহিনীর সদস্য ছিলেন না। মৃত ব্যক্তিদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক নামির নুর-আলদিন ও তাঁর সহকারী সায়ীদ ইশমাঘও ছিলেন। সেটা ২০০৭ সালের কথা। দিনটি ছিল ১২ জুলাই।

এর আগেও গুয়ানতানামো বে কারাগারে ইরাকিদের নির্যাতন নিয়ে ভিডিও ও বিভিন্ন দলিল ফাঁস করেছিল উইকিলিকস। তবে ২০১০ সালের এপ্রিলের সেই ভিডিও ফাঁস ছিল বড় ঘটনা। ওই বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে সংগঠনটি আফগানিস্তানে মার্কিন হামলা নিয়ে প্রায় ৯০ হাজার এবং ইরাক যুদ্ধ নিয়ে প্রায় ৪ লাখ দলিল ফাঁস করে ইন্টারনেটে। এর মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ হয়ে ওঠেন মার্কিন আইন সংস্থাগুলোর চক্ষুশূল।

আরও পড়ুন

এ সময় জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন দুই নারী। অ্যাসাঞ্জ তখন ইকুয়েডরের কাছে অ্যাসাইলাম, মানে আশ্রয় চান। ইংল্যান্ডে অবস্থিত ইকুয়েডর দূতাবাস তাঁকে আশ্রয় দেয়। তখন আর এ অভিযোগের নিষ্পত্তি হয়নি; বরং অভিযোগ সরিয়ে নেওয়া হয়। পরে ২০১৯ সালে ইকুয়েডর আশ্রয় প্রত্যাহার করে নিলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনে গুপ্তচরবৃত্তির। কম্পিউটারে অনধিকার প্রবেশের দায়েও মামলা করা হয়। তবে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়নি। লন্ডনের হিজ ম্যাজেস্টিস প্রিজন বেলমার্শে তিনি কারাদণ্ড ভোগ করেন দীর্ঘদিন। অবশেষে চলতি বছরের ২৬ জুন কারামুক্ত হন অ্যাসাঞ্জ।

জুন ৮, চার জিম্মিকে উদ্ধার করতে ইসরায়েলের ২৪৭ ফিলিস্তিনি হত্যা

ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী ৮ জুন নুসেইরাত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে হামাসের সদস্যরা তাঁদের অপহরণ করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ৮ জুন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি। চার জিম্মিকে উদ্ধার অভিযানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহত হন ২৪৭ জন ফিলিস্তিনি, আহত হন ৬৯৮ জন।

আরও পড়ুন

২৯ জুন, ভারতের টি-২০ বিশ্বকাপ জয়

এ বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে বসেছিল টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আয়োজন ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ২০ দলের আসরে নবাগত দল হিসেবে সুযোগ পেয়েছিল কানাডা, যুক্তরাষ্ট্র ও উগান্ডা। তাদের সবাইকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। যেকোনো ফরম্যাটে এটাই ছিল প্রোটিয়াদের প্রথম বিশ্বকাপ ফাইনাল। ভারতের দেওয়া ১৭৬ রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ১৬৯ রানে। ৭ রানের ব্যবধানে টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। এটি ভারতের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা উঠেছিল তাদের হাতে। টি-২০ ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে বিশ্বকাপ জয়ের স্বাদ পেল কোনো দল। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায়ের ঘোষণা দেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন