আজ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বেশ কিছু কারণে আজকের দিনটি একটু বেশিই বিশেষ। আজ একই সঙ্গে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ও আন্তর্জাতিক বন দিবস। ২০০৬ সাল থেকে আজকের এই দিনকে ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’ এবং ২০১২ সালের একই দিনকে ‘আন্তর্জাতিক বন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

ডাউন সিনড্রোম একটি বিশেষ ধরনের জিনগত অবস্থা। এই অবস্থাসম্পন্ন শিশুরা স্বাভাবিক শিশুদের তুলনায় শারীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার দিক থেকে কিছুটা অন্য রকম হয়ে থাকে। ২১ মার্চকে এই দিবস হিসেবে পালন করার পেছনে কিন্তু বিশেষ কারণ রয়েছে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, মানুষের দেহের ডিএনএ–তে ২১ নম্বর ক্রোমোজোমটি তিনবার পরপর থাকলে ডাউন সিনড্রোম অবস্থার শিকার হতে হয়। বিশ্বে প্রতি ৮০০ শিশুর মধ্যে একটি শিশু হয় ডাউন সিনড্রোম। প্রতিবছর সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও এই দিনকে ঘিরে সচেতনতামূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে।

আরও পড়ুন

সেই সঙ্গে আজকে আন্তর্জাতিক বন দিবস। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বন ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের ফলে ধ্বংসের পথে যাচ্ছে আমাদের পরিবেশ। এ সময় একমাত্র সবুজ বনই পারে এই বিপদ থেকে রক্ষা করতে। তাই বন ধ্বংস না করে, বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে পালিত হয়ে আসছে এ দিনটি।

এ ছাড়া ১৯৭৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি এবং ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন স্প্যানিশ ফুটবলার জর্দি আলবা রামোস।