জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
সিএনএন- বিশ্ব গণমাধ্যমের খুব পরিচিত একটি নাম। পুরো নাম ক্যাবল নিউজ নেটওয়ার্ক। ১৯৮০ সাল থেকে আজকের দিন অব্দি বিশ্বের যেকোন প্রান্তের খবর সবচেয়ে দ্রুত সম্প্রচার করে আসছে এই চ্যানেল। তবে সিএনএন নিয়ে একটি কথা না বললেই নয়। তা হচ্ছে এটিই ছিল প্রথম সেই টিভি চ্যানেল যা টানা চব্বিশ ঘন্টা সংবাদ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৯৮০ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের ধনকুবের টেড টার্নারের হাত ধরে যাত্রা শুরু করেছিল সিএনএন। সেই দিন আমেরিকান সময়ে বিকাল পাঁচটার দিকে ডেভিড ওয়াকার আর লোয়েস হার্ট জুটি সিএনএনের প্রথম সংবাদ সম্প্রচার করেন। কারিগরিসহ আরও নানা প্রতিকূলতার মাঝেও কয়েকজন তরুণকে নিয়ে শুরু হয়েছিল সিএনএনের যাত্রা। ব্যাপক ঝামেলায়ও পড়তে হয়েছে তাদের। তবে তাদের সেইসব কষ্ট বৃথা যায়নি। কেননা সংবাদ প্রচারের জগতকে আমূল বদলে দেওয়ার পেছনে পুরোটা কৃতিত্বই ছিল সিএনএনের।
১৯৭২ সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি। এছাড়াও আজ বেশ কিছু বিশেষ মানুষের জন্মদিন। এরমধ্যে রয়েছেন বাঙালি লেখক ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৪২ সালে জন্মগ্রহণ করেন। এছাড়াও আছেন মার্কিন অভিনেতা ফ্রাঙ্ক মরগান এবং বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুন।
১৯৯৮ সালের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু ব্রজেন দাস।