আইরিশ ফ্রি স্টেট থেকে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৯ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ২৯ ডিসেম্বর 

১৯৩৭ সালের আজকের এই দিনে আয়ারল্যান্ড নতুন সংবিধান গ্রহণ করে। এই সংবিধান গ্রহণের মাধ্যমে দেশটির পূর্ব নাম ‘আইরিশ ফ্রি স্টেট’ পরিবর্তন করে রাখা হয় ‘আয়ারল্যান্ড’।

‘আইরিশ ফ্রি স্টেট’ নামটি আসে ১৯২২ সালে। আয়ারল্যান্ড তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তাদের আধিপত্য হিসেবে আত্মপ্রকাশ করার সময় নির্ধারিত হয় এই নাম। তবে, সময়ের সঙ্গে সঙ্গে দেশটির জনগণ এবং নেতৃত্ব স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের গুরুত্ব উপলব্ধি করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৩৭ সালে একটি নতুন সংবিধান গৃহীত হয়। যা ‘বুনরাক্ট নে হেরন’ নামে পরিচিত। এই সংবিধানের মাধ্যমে শুধু নাম পরিবর্তনই নয়, বরং দেশটির শাসনব্যবস্থার মৌলিক কাঠামোও নতুনভাবে নির্ধারিত হয়।

নতুন সংবিধানে আয়ারল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে এর মধ্যে দেশটির নিজস্ব সংস্কৃতি, ভাষা, ও আইনি কাঠামোকে আরো কঠোর ভাবে গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হয়। এই সংবিধানের অধীনে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট পদের সৃষ্টি হয়। আইরিশ গ্যালিক ভাষা রাষ্ট্রের প্রথম ভাষা হিসেবে গৃহীত হয়। 

আজকের এই দিনে জন্মগ্রহণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। ১৯১৪ সালের এই দিনে ময়মনসিংহের কেন্দুয়া জেলায় জন্মেছিলেন বাংলাদেশের এই প্রতিভাবান চিত্রশিল্পী। 

আরও পড়ুন