জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৫ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের পঞ্চম দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৬৬৫ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক পত্রিকা প্রকাশিত হয়। একই শতাব্দীর শেষের দিকে ১৬৯১ সালের এই দিনে ইউরোপে প্রথম কাগজের মুদ্রা প্রচলিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার কথা আমরা কে না জানি! ১৯২২ সালের এই দিনে বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ প্রকাশিত হয়। ক্রিকেটপ্রেমীদের জন্য ৫ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। ১৯৩৪ সালের এই দিনে কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়। একই দিনে ১৯৭১ সালে মেলবোর্নে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।