জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই তো ৮ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে নেদারল্যান্ডস। সেই রান তাড়া করতে মাঠে নামে হলুদ-সবুজ পোশাক পরা দক্ষিণ আফ্রিকা দল। কিন্তু তারপরই শুরু হয় অঘটন। মাত্র ১২ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। জয় নিয়ে যখন সন্দিহান সাউথ আফ্রিকান দর্শকেরা, ঠিক তখনই মাঠে আসেন ডেভিড মিলার। একাই ৫১ বলে করেন ৫৯ রান। ৪ ছক্কা আর ৩ চারে মাঠ কাঁপিয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনেন ডেভিড মিলার ওরফে কিলার মিলার। আজ এই জনপ্রিয় ক্রিকেটারের জন্মদিন।
বাঁহাতি এই ব্যাটসম্যান ১৯৮৯ সালের ১০ জুন দক্ষিণ আফ্রিকার পিটাহম্যারিটসবাগে। ওডিআইয়ে এখন অব্দি তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৪৪৫৮, অন্যদিকে টি-টোয়েন্টিতে এটি সব মিলিয়ে ২২৭৪। আজকের এই বিশেষ দিনে ডেভিড মিলারকে জন্মদিনের শুভেচ্ছা।
১৯৭৬ সালের এপ্রিল মাসে জনপ্রিয় কোম্পানি অ্যাপল তাদের প্রথম ডেস্কটপ কম্পিউটার অ্যাপল-১ বাজারে আনে। পরের বছর ১৯৭৭ সালে আজকের এই দিনে এই সিরিজে দ্বিতীয় কম্পিউটার অ্যাপল-২-এর আত্মপ্রকাশ ঘটে। এটি বাজারে বেশ সুনাম কুড়িয়েছিল সেই সময়।