জুলিয়া বাটারফ্লাই হিল কেন টানা দুই বছর গাছে বসবাস করেছিলেন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ১৮ ডিসেম্বর
মার্কিন পরিবেশ অধিকারকর্মী জুলিয়া বাটারফ্লাই হিল। ক্যালিফোর্নিয়ার একটি রেডউড গাছে টানা ৭৩৮ দিন কাটিয়ে নতুন এক ইতিহাস রচনা করেছিলেন সেই সময়কার এই তরুণী। ১৯৯৭ সালের ডিসেম্বরে, মাত্র ২৩ বছর বয়সে তিনি রেডউড গাছে উঠে বসবাস শুরু করেন। উদ্দেশ্য- প্রাচীন বন ধ্বংসের হাত থেকে রক্ষা করে বন সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা।
যে গাছে তিনি বসবাস করেছিলেন, সেটির নাম তিনি দিয়েছিলেন ‘লুনা’, যা ছিল প্রায় ৬০ মিটার (২০০ ফুট) উঁচু। গাছটি তখন প্রায় ১,৫০০ বছরের পুরোনো। ক্যালিফোর্নিয়ার উত্তরে অবস্থিত হ্যাম্পবোল্ড কাউন্টির একটি রেডউড বনভূমির গাছ এই লুনা।
গাছে বসবাসের পুরোটা সময় তাঁকে ঝড়, বৃষ্টি এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাঁর এই প্রতিবাদ ছিল প্যাসিফিক লাম্বার কোম্পানির (Pacific Lumber Company) বিরুদ্ধে। এই কোম্পানি সেই সময় বনভূমি উজাড় করে কাঠ সংগ্রহের কাজ করছিল। বন উজাড় বন্ধে সচেতনতা তৈরি করার লক্ষ্যে জুলিয়া এই অভিনব আন্দোলন চালান।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা তাঁর এই প্রতিবাদ শেষ হয় ১৯৯৯ সালের আজকের এই দিনে। ঠিক সেই সময় যখন প্যাসিফিক লাম্বার কোম্পানি গাছ এবং এর চারপাশের বনভূমি সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়। জুলিয়া তাঁর সাহসী এবং অনন্য আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন এবং বন সংরক্ষণ আন্দোলনের গুরুত্বপূর্ণ এক প্রতীক হয়ে ওঠেন।
১৮৬৫ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হওয়ার মাধ্যমে বিলুপ্ত হয় দাসপ্রথা।