তখন স্কুলে ঈদের ছুটি। আমি আর কিছু বড় ভাই মিলে আমাদের বাসার গলিতে ফুটবল খেলতাম। গলিতে খেলার পর্যাপ্ত জায়গা ছিল না। তাই ভাইয়েরা দেয়াল টপকে স্কুলের মাঠে খেলতে যেত। কিন্তু আমি দেয়াল টপকাতে পারতাম না, তাই হাঁ করে দেখতাম। এভাবে কিছুদিন কেটে যায়। কিন্তু আর কত? তাই একদিন ভয়ে ভয়ে দেয়াল টপকে স্কুলে গেলাম। ভয়টা আসলে আমার মাকে নিয়ে। যদি দেখে ফেলে তাহলে আমি শেষ। তারপর এভাবে কয়েক দিন দেয়াল টপকে স্কুলে গিয়ে খেলতে লাগলাম। একদিন আমার মা এভাবে আমাকে দেয়াল টপকে স্কুলে গিয়ে খেলতে দেখে ফেলল! তারপর আর কী? বাসায় গিয়ে...এরপর আর কোনো দিন দেয়াল টপকে স্কুলে খেলতে যাওয়ার সাহস হয়নি।
লেখক: শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, বনশ্রী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা