ছোট্ট কৌতুক, বড় প্রশ্ন
দরজায় কড়া নাড়ার শব্দ।
ভেতর থেকে আওয়াজ এল, ‘কে?’
বাইরে থেকে জবাব, ‘আমি।’
‘আমি কে?’ ভেতর থেকে প্রশ্ন।
‘আপনি কে তা আমি কী করে বলব?’ বাইরে থেকে জবাব।
এটা কৌতুক। তবে এখানে একটা দার্শনিক কথা আছে, ‘আমি কে?’ সক্রেটিস বলতেন, ‘নো দাইসেলফ। নিজেকে জানো।’
রবীন্দ্রনাথের কবিতায় প্রথম দিনের সূর্য প্রশ্ন করে, কে তুমি, উত্তর আসে না। বহু বছর পর দিনের শেষে সূর্য প্রশ্ন করে, কে তুমি। এর উত্তরও পাওয়া যায় না।
আমি কে, তা আমরা না জানতে পারি। কিন্তু আমরা কী হতে চাই, তা আমাদের জানা থাকা ভালো। আমরা ভালো মানুষ হতে চাই। আমরা কাউকে আঘাত দেব না। কারও ক্ষতি করব না। এমনকি প্রকৃতিরও ক্ষতি করব না। আমরা ভালোর চর্চা করব।
সম্পাদকীয়| ডিসেম্বর ২০২৪
আরও পড়ুন