জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
ফুটবল খেলায় গোল হয়েছে কি না, বুঝতে সবার আগে প্রয়োজন ফুটবল নেট বা জাল। গোলপোস্টজুড়ে টাঙিয়ে রাখা এই জালের ইতিহাস বেশ চমকপ্রদ। ১৮৯০ সালের আজকের এই দিনে ব্রিটিশ প্রকৌশলী জন আলেকজান্ডার ব্রোডি প্রথমবারের মতো গোলপোস্টের জন্য বিশেষ জালের পেটেন্ট নেন। সে সময় ফুটবলের দ্রুতগামী বল কখনো কখনো গোলপোস্টের ভেতর দিয়ে চলে যাওয়ায় গোল হয়েছে কি না, নির্ধারণ করা কঠিন হতো। এই সমস্যার সমাধানে ব্রোডি গোলপোস্টের পেছনে জাল স্থাপনের ধারণা নিয়ে হাজির হন।
জাল ব্যবহারের উদ্দেশ্য ছিল, মাঠে উপস্থিত খেলোয়াড়, রেফারি এবং দর্শকদের জন্য গোল নির্ধারণের বিষয়টি পরিষ্কার ও নির্ভুল করে তোলা। উদ্ভাবনের পরপরই এটি বেশ জনপ্রিয়তা লাভ করে।
১৮৯১ সাল থেকে ফুটবলের নিয়ম অনুযায়ী গোলপোস্টের পেছনে নেটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। ফলে ফুটবল খেলার জনপ্রিয়তা যে শুধু বাড়ে তা নয়, সেই সঙ্গে তর্ক-বিতর্ক ও গোল নিয়ে দ্বন্দ্বও কমে আসে।
২০১৩ সালের এই দিনে মুক্তি পায় অ্যানিমেটেড চলচ্চিত্র জগতে অন্যতম সর্বোচ্চ আয়ের ছবি ‘ফ্রোজেন’। মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলে এই চলচ্চিত্র।