একটি A4 কাগজ কত ভাঁজ করা যায়
একটি A4 কাগজ কত ভাঁজ করা যায়
তুমি কখনোই একটি A4 কাগজ আটবারের বেশি ভাঁজ করতে পারবে না। কারণ, প্রতিবার ভাঁজ করার ফলে কাগজের স্তরসংখ্যা দ্বিগুণ হয়। ফলে কাগজটি দ্রুত খুব মোটা ও ছোট হয়ে যায়। তবে ২০০২ সালে ক্যালিফোর্নিয়ার স্কুলশিক্ষার্থী ব্রিটনি গ্যালিভান ১ দশমিক ২ কিলোমিটার লম্বা টিস্যু পেপার ১২ বার ভাঁজ করে বিশ্ব রেকর্ড গড়েছিল।
ঘ্রাণ শুধু বায়ুতে ছড়ায় না
ঘ্রাণ শুধু বায়ু নয়, তরলের মধ্য দিয়েও যেতে পারে। তবে তুমি পানির নিচে ঘ্রাণ নেওয়ার চেষ্টা কোরো না। শুধু জেনে রেখো, ঘ্রাণ তরলের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে।
আরও পড়ুন