জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। শুনে মনে হতে পারে পুরো পৃথিবী থেকেই হয়তো গাড়ি উঠিয়ে দেওয়ার লক্ষ্যে পালিত হয় এই দিবস! না, বিষয়টি আসলে তা নয়। বাংলাদেশের অতি পরিচিত যানজটের কথা নতুন করে বলার কিছু নেই। শুধু কি বাংলাদেশ, বিশ্বের প্রায় বেশির ভাগ দেশই এই চিরচেনা সমস্যায় জর্জরিত। বাদ নেই উন্নত শহরগুলোও। এই যানজটের অন্যতম কারণ রাস্তায় অতিরিক্ত যানবাহন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মূলত ব্যক্তিগত এবং সব তেলচালিত গাড়ির প্রতি নির্ভরতা কমিয়ে দূষণমুক্ত গাড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করাই দিবসটির মূল উদ্দেশ্য। আজ থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৭৪ সালে প্রথম সুইজারল্যান্ডে এই দিবস পালন করা হয়।
নব্বই দশকে এই দিবস পালনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। সে সময়ই বিশ্বের বিভিন্ন দেশে ‘কার ফ্রি সিটি নেটওয়ার্ক’ গড়ে ওঠে। পরে ১৯৯৮ সালের আজকের দিনে ফ্রান্সে জাতীয়ভাবে ৩৪টি শহরে গাড়িমুক্ত দিবস পালন করা হয়। পরের বছর ফ্রান্সের পাশাপাশি ইতালির ৯০টি শহরে একসঙ্গে দিবসটি পালনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। ২০০১ সালের একই দিনে বিশ্বের ৩৩টি দেশের প্রায় এক হাজার শহরে দিবসটি পালন করা হয়। এভাবেই ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। বর্তমানে প্রতিবছর প্রায় ৪ হাজার শহরে বিশ্ব গাড়িমুক্ত দিবস পালিত হয়।
বিশ্বের প্রথম নারী এভারেস্টজয়ীর জন্মদিন
বিশ্বের প্রথম এভারেস্টজয়ী নারী জুনকো তাবেইর জন্মদিন। ১৯৩৯ সালের আজকের দিনে জাপানের ফুকুশিমায় জন্মগ্রহণ করেন তিনি। পর্বতারোহী জুনকো তাবেই ১৯৭৫ সালের ১৬ মে এভারেস্টের চূড়া জয়ের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করেন।