তোমার স্বল্পমেয়াদি স্মৃতি সীমিত সময়ের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ তথ্য মনে রাখতে পারে। এই বুদ্ধির ব্যায়ামটির সাহায্যে তুমি বুঝতে পারবে, তোমার মস্তিষ্ক সংখ্যা মনে রাখার জন্য কতটা পারদর্শী। পিরামিডের ওপর থেকে প্রতিটি সংখ্যা উচ্চৈঃস্বরে পড়ো। যেমন প্রথমে পড়লে ৪৩৮। এরপর ওই লাইন ঢেকে রেখে আবার পড়ার চেষ্টা করো। এভাবে একটার পর একটা পড়তে থাকো। দেখো তো, তুমি এভাবে কত দূর যেতে পারো!
বেশির ভাগ মানুষ তাঁদের স্বল্পমেয়াদি স্মৃতিতে একবারে প্রায় সাতটি সংখ্যা মনে রাখতে পারে। আমরা সাধারণত মুখে বলার মাধ্যমে (পড়া) সেগুলো মুখস্থ করি। কিছু সংখ্যা মনে রাখার জন্য বেশি সময় পড়তে হয়। এ কারণে চীনের সংখ্যাগুলো খুব ছোট হয়, যাতে তারা একসঙ্গে অনেক সংখ্যা মুখস্থ রাখতে পারে।