অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মৃত্যু

অ্যাডাম স্মিথ
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আনুমানিক ১৭২৩ সালে স্কটল্যান্ডে জন্ম তাঁর। ছোটবেলা থেকেই পড়াশোনায় পারদর্শী ছিলেন। ল্যাটিন ভাষা, গণিত, ইতিহাস এবং সাহিত্যের মতো বিষয় নিয়ে পড়শোনা শেষে যোগ দেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে, তাও আবার মাত্র ১৪ বছর বয়সে। তারপরের গন্তব্য অক্সফোর্ড। ১৭ বছর বয়সে পড়তে যান সেখানে। পড়াশোনা শেষ করে  ১৭৫১ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। 

এভাবেই চলছিল। এরপর দীর্ঘ নয় বছরের পরিশ্রমের ফলস্বরূপ ১৯৭৬ সালে প্রকাশ করেন 'ওয়েলথ অব নেশনস' বইটি, যেটিকে রাজনৈতিক অর্থনীতি চর্চার প্রথম বই হিসেবে বিবেচনা করা হয়। এই বই তাঁকে ব্যাপক খ্যতি এনে দেয়। এরপর আরও কিছু ক্ষেত্র নিয়ে কাজ করেছিলেন। 

জীবদ্দশার শেষের দিকে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। অবশেষে ১৭৯০ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৭ জুলাই মাত্র ৬৭ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নেন এই অর্থনীতবিদ ও  দার্শনিক। 

এছাড়াও ১৯৭৩ সালের আজকের এই দিনে আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে। এরপর থেকে দেশটিতে শুরু হয় প্রজাতন্ত্র। 

আরও পড়ুন