ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের দিন

মোহাম্মদ আলী জিন্নাহ
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আজ ২৩ মার্চ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল আজ। ১৯৪০ সালের এই দিনে পাকিস্তানের লাহোরে মুসলিম লীগ আয়োজিত সম্মেলনে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক অবিভক্ত ভারতে অবস্থানরত মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে প্রস্তাবটি তুলে ধরেন। মূলত ভারত উপমহাদেশে বসবাসকারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি পৃথক রাষ্ট্র তৈরিসহ মুসলমানদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই প্রস্তাব উত্থাপন করা হয়। অধিবেশনটি মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লাহোরের এ সম্মেলনে প্রস্তাবটি গৃহীত হয় বলে এটি ‘লাহোর প্রস্তাব’ নামে পরিচিত।

এ ছাড়া ১৯৫৬ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়। এই দিনেই ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পল্টনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

১৯৭৮ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল। একই দিনে ২০১৫ সালে মৃত্যুবরণ করেন আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ।

আরও পড়ুন