কিডস টাইম ফেয়ারে শক্তি+ হেলদি কিডস জোন
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য আনন্দ আয়োজন ‘কিডস টাইম ফেয়ার’। ২৪ থেকে ২৬ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাজারো শিশু এ আয়োজনে অংশ নিয়েছে। ৪ থেকে ১২ বছরের শিশুদের জন্য এই উৎসবে পুষ্টিবিষয়ক পার্টনার গ্রামীণ ডানোন-শক্তি+। আর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।
কিডস টাইম ফেয়ারে শিশুদের জন্য গ্রামীণ ডানোন-শক্তি+ আয়োজনে ছিল ‘শক্তি+ হেলদি কিড জোন’। এখানে আসা প্রতিটি শিশু পেয়েছে একটি হেলদি কিড ব্যাজ। ছিল হেলদি খাবারের জন্য হেলদি ফুড জোন।
যেখানে ছিল Shokti+ দই, ঘি, বিস্কুট দিয়ে তৈরি মজার স্বাদের পুষ্টিকর খাবার। পুরো জোনে শিশুদের জন্য ছিল আনন্দে শেখার জন্য নানান অ্যাকটিভিটি।
এ আয়োজনে শিশুদের জন্য ছিল ভিন্নধর্মী মজার মজার গেমস। ছিল অগমেন্টেড রিয়েলিটি মিরর গেমস, ট্যাব গেমস। এ ছাড়া ছিল ভার্চ্যুয়াল রিয়েলিটির মাধ্যমে গ্যালাক্সি দেখার সুযোগ। অন্য গেমসের মধ্যে ছিল রিং টস, বল টস আর বেলনডার্ট। এ ছাড়া ছিল জিনিয়াস কিড গেম। প্রতিটি গেমে ছিল দারুণ সব গিফট জেতার সুযোগ।
আর এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল গ্রামীণ ডানোনের মাসকট শক্তি। ফেয়ারে শিশুরা শক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। এ ছাড়া ছবি তুলে গিফট নেওয়ার সুযোগ ছিল। ছিল নিউট্রিশন কর্নার থেকে ফ্রি কনসালটেশন নেওয়ার সুযোগ।
ছিল জাগলারদের দুর্দান্ত জাগলিং এবং রণপার বড় বড় পায়ে হাঁটার মজার ‘ওয়ান্ডার শো’।