শুনলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি কথা, আমাদের ডেস্কগুলোয় আর জায়গা নেই। কিআর জন্মদিন উপলক্ষে এত এত চিঠি পাঠিয়েছ তোমরা, মাঝেমধ্যে কম্পিউটারের মাউস, কলম হারিয়ে ফেলছি আমরা। সেখান থেকে কিছু শুভেচ্ছাবার্তা আমরা কোনোভাবে আঁটাতে পেরেছি দুই মলাটে। বাকি অসংখ্য শুভেচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গা দিতে পারলাম না। এ জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু আমরা সবকটি চিঠি-ইমেইল পড়েছি। তোমাদের জন্য অনেক ভালোবাসা।
কেমন আছ? আমি অনেক বেশি ভালো আছি। অক্টোবর আমার একটা প্রিয় মাস। আমার সবচেয়ে বেশি প্রিয় তিন বন্ধুর জন্মদিন এই মাসে। অবিশ্বাস্য বলে মনে হলেও, আমার জীবনের প্রথম বন্ধু, বলতে পারো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব। তার নাম জারিফ। আমরা দুজনই যখন আমাদের মায়ের গর্ভে, সেই সময় আমাদের দু’জনের মা পাশাপাশি বসে গল্প করতেন, তাই আমরা মজা করে বলি, আমরা তখন থেকেই বন্ধু। জারিফের জন্মদিন ৯ অক্টোবর। এর ৪ দিন আগে, ৫ তারিখে আমার স্কুলের সঙ্গী, যে প্রতিদিন আমার পাশে বসে, অঙ্কিতার জন্মদিন। আর অক্টোবরে তোমার জন্মদিন তো মাসজুড়েই। ধন্যবাদ তোমাদের তিনজনকেই, আমার জীবনের সব সময়ের সঙ্গী হয়ে থাকার জন্য। ভালো থেকো কিআ। এমনভাবে সবার সঙ্গী হয়ে থেকো সারা জীবন। আবারও শুভ জন্মদিন!
লেখক : সপ্তম শ্রেণি, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর