নিজেই বানাও গোলকধাঁধা
আজ থেকে প্রায় ৩ হাজার ২০০ বছর আগে ক্রিটের গোলকধাঁধা নির্মিত হয়েছিল। এ ধাঁধার পথ খুব কঠিন নয়। হয়তো তুমি এ গোলকধাঁধার মধ্যে হারিয়ে যাবে না ঠিকই, তবে পরের প্যাঁচে কী আছে, তা আগে কোনোভাবেই বুঝতে পারবে না। এ ধরনের গোলকধাঁধা কীভাবে আঁকতে হয়, নিজেই শিখে নাও।
ধাপ ১
একটি ক্রস বা প্লাসচিহ্ন আঁকো। তারপর চারপাশে চারটি বিন্দু দাও। এবার ছবির মতো ক্রস বা প্লাসচিহ্নের মাথার সঙ্গে ওপরের বাঁ পাশের বিন্দুর সঙ্গে মেলাও।
ধাপ ২
এবার ক্রসচিহ্নের ডান পাশের বাহুর সঙ্গে ওপরের ডান পাশের বিন্দু মেলাও।
আরও পড়ুন
ধাপ ৩
বাঁ পাশের বাহুর সঙ্গে নিচের বাঁ পাশের বিন্দু মেলাও। ছবির মতো প্যাঁচের মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখবে, যাতে পরের বিন্দুর সঙ্গে একটি লাইন মেলানো যায়।
ধাপ ৪
এবার নিচের বাহুর সঙ্গে বাকি বিন্দুটি মেলাও। ব্যস, গোলকধাঁধা হয়ে গেছে। এবার নিজের বানানো গোলকধাঁধাটি নিজেই একটু সমাধানের চেষ্টা করে দেখো তো!