জীবনটা খুব বিরক্তিকর হয়ে ওঠে মাঝেমধ্যে। দিনের পর দিন সেই একই একঘেয়ে ক্লান্তিকর রুটিন। অথচ বৃষ্টিস্নাত সকালটা অন্য রকম হতে পারত! কত কোণে ছাতা ধরতে হবে, সে হিসাব না কষে নেমে পড়া যেত অঝোর শ্রাবণধারায়। তপ্ত দুপুরটা অলসভাবে কাটানো যেত বট কিংবা অশ্বত্থের ছায়াতলে। বিকেলটা কোচিংয়ের রাস্তায় না কাটিয়ে বারান্দা কিংবা ছাদে খোলা আকাশের নিচে বসে সমরেশের সেই স্বর্গছেঁড়া চা-বাগানে হারানো যেত। সন্ধ্যাটা কাটানো যেত শুকতারার দিকে তাকিয়ে। রাতের নিস্তব্ধতা নাহয় মনে করাত পুরোনো কিছু স্মৃতি। যান্ত্রিক শব্দে দিন শুরু না করে কাকডাকা ভোরে জেগে ওঠা পাখির শব্দে কিছু আশার গল্প শুনে শুরু করা যেত দিন।
জীবনটা তো আরও সুন্দর হতে পারত!
লেখক: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, সবুজবাগ সরকারি কলেজ