শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
Login
গল্প
কবিতা
কমিকস
সাক্ষাৎকার
খেলা
ফিচার
বিনোদন
জীবনযাপন
চিঠিপত্র
আরও
আরও
অরিগ্যামি
ঈদে মাথার টুপি
এম এ হান্নান
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১৩: ০১
শুরুতেই এক পিঠে সাদা ও অন্য পিঠে তোমার পছন্দসই রং করা একটি আয়তাকার কাগজ নাও এবং তির চিহ্ন বরাবর নিচের দিকে ভাঁজ করো।
ডট লাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
বাঁ পাশের ত্রিভুজাকার অংশটি ডট করা অংশে ভাঁজ করে তির চিহ্ন বরাবর মাঝ লাইনে এনে মেলাও।
পুনরায় ডান পাশের ত্রিভুজাকার অংশটি ডট করা অংশে ভাঁজ করে তির চিহ্ন বরাবর মাঝ লাইনে এনে মেলাও।
নিচে দুটি কাগজের স্তর। একটি স্তর চিত্রের মতো ওপরে উঠিয়ে নাও এবং চাপ দিয়ে মিশিয়ে নাও।
এবার অন্য স্তরটি চিত্রের মতো পেছন দিক দিয়ে ওপরে উঠিয়ে নাও এবং চাপ দিয়ে মিশিয়ে নাও।
এই তো বানানো শেষ চমৎকার একখান মাথার টুপি। এবার ঈদের বাজার ঘুরে পায়জামা-পাঞ্জাবি কিনতে কিনতে টুপি কেনার কথা ভুলে গেলেও সমস্যা নেই! টুপি বানানোর কৌশল তো শিখেই গেলাম! ঝটপট একখান বানিয়ে নিলেই হলো! কী বলো সবাই!
আরও
থেকে আরও পড়ুন
হাতে কলমে কিআ
আঁকাআঁকি কিআ
অরিগ্যামি কিআ