জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ইতিহাসের অন্যতম সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট। বিদ্যুতের গতিতে দৌড়ান তিনি। যাঁর ক্যারিয়ারের শুরু হয়েছিল ২০০৪ সালে। জুনিয়র পর্যায়ে ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান দখল করলেন সেবার। সময় নিলেন ২০ সেকেন্ডের কম। সেই বছর প্রথমবারের মতো অংশ নিলেন অলিম্পিকের আসরে। তবে ইনজুরির কারণে খুব একটা সুবিধা করতে পারেননি। পরের আসরে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই মাঠে নেমেছিলেন। তাই তো ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এসেছিল তাঁর হাতে। শুধু কি তাই? ২০০৮, ২০১২ ও ২০১৬—একাধারে তিন অলিম্পিকেই স্বর্ণজয়ী একমাত্র স্প্রিন্টার তিনি। সব মিলিয়ে অলিম্পিকে আটটি সোনার পদক জিতেছেন উসাইন বোল্ট। আজ তাঁর জন্মদিন। ১৯৮৬ সালের ২১ আগস্ট জ্যামাইকায় জন্মান এই দৌড়বিদ। শুভ জন্মদিন, উসাইন বোল্ট!
মোনালিসা চুরি
বর্তমানে চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির এই ‘মোনালিসা’ ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরে সংরক্ষিত আছে। তবে ১৯১১ সালের আজকের দিনে ঘটে এক কাণ্ড। এই দিনে নাকি লুভর জাদুঘর থেকে চুরি হয়ে গিয়েছিল বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’। মোনালিসা চুরি যাওয়ায় অবশ্য দায়ী করা হয়েছিল বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে। তবে মোনালিসার সন্ধান মেলার পর সেই অপবাদ সরিয়ে নেওয়া হয় এই শিল্পীর ওপর থেকে।