চাঁদে মার্কিন মহাশূন্যযান ‘সার্ভেয়ার’–এর অবতরণ

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৯ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৮১১ সালের এই দিনে প্রথম নারী গলফ টুর্নামেন্ট শুরু হয়। ১৯৫১ সালের এই দিনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে। এরপরের দশকে, অর্থাৎ ১৯৬৮ সালের এই দিনে মার্কিন মহাশূন্যযান ‘সার্ভেয়ার’ চাঁদে অবতরণ করে।

৯ জানুয়ারি বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও নৃত্যশিল্পী ফারহা খান এবং ১৯৭৪ সালের এই দিনে অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার জন্মগ্রহণ করেন। অন্যদিকে ১৯২৩ সালের এই দিনে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর মারা যান।