পোষা কুকুরকে নিয়ে লেখা হয়েছে যে সিরিজ
ফেমাস ফাইভ
লেখক: এনিড ব্লাইটন ও ক্লদ ভলিয়ের
ব্রিটিশ লেখক এনিড ব্লাইটনের তৈরি করা চারজন কিশোর-কিশোরী ও একটি পোষা কুকুরকে নিয়ে সিরিজ। প্রথম বই ফাইভ অন আ ট্রেজার আইল্যান্ড প্রকাশিত হয় ১৯৪২ সালে। জীবদ্দশায় এদের নিয়ে ২১টি বই লেখেন ব্লাইটন, তাঁর মৃত্যুর পর সিরিজের দায়িত্ব নেন ফরাসি লেখক ক্লদ ভলিয়ের, তিনি আরও ২৪টি বই লেখেন। উল্লেখযোগ্য বই ফাইভ গোজ টু স্মাগলার্স টপ, ফাইভ অন আ হাইক টুগেদার, ফেমাস ফাইভ ভার্সাস ব্ল্যাক মাস্ক ইত্যাদি। উল্লেখ্য, ফেমাস ফাইভ ছাড়াও সিক্রেট সেভেন, ফাইভ ফাইন্ড-আউটার্স, বার্নি জুনিয়র নামে আরও কয়েকটি কিশোর গোয়েন্দা সিরিজের স্রষ্টা এনিড ব্লাইটন।