জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এখন আমাদের অনেকের সকাল শুরু হয় পত্রিকার পাতায় চোখ রেখে। কেউ আবার মুঠোফোনেই প্রতিদিনের খবর জেনে নেন। তবে পত্রিকার কথা বলতে হলে একটি নাম বলতেই হয়। আর তা হলো ‘সংবাদ প্রভাকর’। বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম। ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে প্রকাশিত এ পত্রিকা প্রথমে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো। প্রথম প্রকাশের তারিখ ছিল ১৮৩১ সালের ২৮ জানুয়ারি। পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের ভূমিকা ছিল। ফলে কয়েক বছর পর তাঁর মৃত্যু হলে পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়। এরপর চার বছর কেটে যায়। অবশেষে ঈশ্বরচন্দ্র গুপ্ত নিজেই পুনরায় ‘সংবাদ প্রভাকর’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি তিন দিনে একবার প্রকাশিত হতো। এভাবেই কিছু বছর অতিবাহিত হওয়ার পর আসে সেই ঐতিহাসিক দিন। ১৮৩৯ সালের আজকের এই দিনে ‘সংবাদ প্রভাকর’ বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ ঘটায়। এটিই ছিল বাংলার প্রথম দৈনিক পত্রিকা।
১৯৭৫ সালের আজকের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন।