কিডস টাইম ফেয়ারে গ্রামীণ ডানোন শক্তি+এর পুষ্টি আয়োজন

ছোটদের পুষ্টিপ্রাপ্তি আর মজায় মজায় পুষ্টিসচেতনতায় শক্তি+ এর বিশেষ স্টলে দারুণ আয়োজন।

চতুর্থবারের মতো করা হয়েছে শিশুদের জন্য বড় আনন্দ আয়োজন ‘কিডস টাইম ফেয়ার’, যাতে গ্রামীণ ডানোন-শক্তি+ নিয়ে এল পুষ্টিবিষয়ক দারুণ এক আয়োজন। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি শিশু একাডেমিতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাজারো শিশু এই আয়োজনে অংশ নেবে। ৪ থেকে ১২ বছরের শিশুদের জন্য এই উৎসব। এই আয়োজনে পুষ্টিবিষয়ক পার্টনার গ্রামীণ ডানোন-শক্তি+। আর গ্রামীণ ডানোনের পার্টনার হিসেবে থাকবে কিশোর আলো, এই আয়োজনের খবর শেয়ার করবে।

আয়োজনের শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি গ্রামীণ ডানোন-শক্তি+ ফেসবুক পেজে গেম দিয়ে, থাকছে গেম খেলে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। এই পুরস্কার সংগ্রহ করতে আসতে হবে কিডস টাইম ফেয়ারে এবং সংগ্রহ করতে হবে গ্রামীণ ডানোন-শক্তি+ এর বুথ থেকে। তাই কুইজে অংশ নিতে তাড়াতাড়ি ভিজিট করো এই লিংকে

কিডস টাইম ফেয়ারে গ্রামীণ ডানোন শক্তির এবারের থিম নিউট্রিশন বা পুষ্টি। তাই গ্রামীণ ডানোনের পুষ্টিকর সব খাবার থাকছে আয়োজনে। ছাড়কৃত মূল্যে পুষ্টিকর অনেক খাবার মিলবে। তোমাদের প্রিয় শক্তি দই, পুষ্টিকর দুধ, দই, ঘি, বিস্কুটসহ মজার সব খাবারের স্বাদ পেতে যেতে হবে গ্রামীণ ডানোন-শক্তির বুথে। থাকছে নিজেদের মতো বিভিন্ন আইটেম দিয়ে খাবার বানানোর সুযোগও। তাই খাওয়াদাওয়ার সঙ্গে যোগ হবে অফুরান ফুর্তি।

এখানেই শেষ নয়, তোমাদের আনন্দ আরও বাড়িয়ে দিতে গ্রামীণ ডানোন-শক্তি+ আয়োজন করছে অফলাইন ও অনলাইন গেম। গ্রামীণ ডানোন-শক্তি+ এর যেকোনো পণ্য কিনে গেমে অংশগ্রহণ করতে পারো। প্রথমবারের মতো শক্তি অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চ্যুয়াল রিয়েলিটি দিয়ে আয়োজন করতে যাচ্ছে অনলাইন গেমের। ফোন ও ট্যাব ব্যবহার করে স্ক্রিনে খেলা যাবে এই গেম।

তিন দিনের এই উৎসবে শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের জন্যও থাকছে আয়োজন। তোমরা যখন খেলাধুলা করবে, তখন তোমাদের মা–বাবার জন্য থাকবে গ্রামীণ ডানোন-শক্তি+ আয়োজনে পুষ্টি ওয়ার্কশপ। কীভাবে তোমার শরীর আরও পুষ্টি পাবে, বিশেষজ্ঞরা সেই বিষয়ে কথা বলবেন।

এ ছাড়া কিডস টাইমের আয়োজনে থাকছে ক্রিয়েটিভ জোন ও পাপেট শো। ক্রাফটিং, ড্রয়িং করে নিজের ইচ্ছেমতো বানাতে পারবে অনেক কিছু। তাই মা–বাবার সঙ্গে এই আয়োজনে চলে এসো তুমিও। শক্তি দইয়ের দারুণ স্বাদ পাবে, সঙ্গে পাবে পুষ্টি আর নতুন সব মজার অভিজ্ঞতা।